Daily

যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে বাড়ানো হচ্ছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যা। আগামী সোমবার থেকেই বাড়বে অতিরিক্ত ট্রেনের সংখ্যা জানালো রেল মন্ত্রক। পাশাপাশি ইন্টারসিটি ট্রেনগুলি, যেগুলি যাত্রীর অভাবে বন্ধ রাখা হয়েছিল, চালানো হবে সেই ট্রেন গুলিও।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, ট্রেনের মধ্যে যাত্রীদের ভিড় এড়াতে, এবং করোনা বিধি মানতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সোমবার থেকে শিয়ালদাহ শাখায় বাড়বে ১০০ টি ট্রেন এবং হাওড়া শাখায় বাড়ানো হবে আর ৫০ টি ট্রেন। অন্যদিকে যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে চালু হচ্ছে ইন্টারসিটি ট্রেনগুলো। হাওড়া-বোলপুর, শিয়ালদা-রামপুরহাট ইন্টারসিটি, হাওড়া-আসানসোল, হাওড়া-মালদা, হাওড়া-ধানবাদ, আসানসোল-টাটা স্পেশাল ট্রেনগুলি চালানো হবে। অন্য ট্রেনগুলি ২৮ জুন থেকে আপ এবং ডাউনে প্রতিদিন চলাচল করবে এবং আসানসোল-টাটা ইন্টারসিটি স্পেশাল ট্রেন ২৯ জুন থেকে মঙ্গল, শুক্র ও রবিবার যাতায়াত করবে।
অন্যদিকে শিয়ালদা দক্ষিণ শাখায় বাড়ানো হবে নিরাপত্তা। প্রতিদিন মানুষের অবরোধের জেরে আটকে পড়ছে স্টাফ স্পেশাল ট্রেনগুলি। তাই আগামী বৃহস্পতিবার থেকে করা নিরাপিত্তর ঘেরাটোপে বাঁধবে স্টেশনগুলি। সোনারপুর স্টেশনের ঘটনার কারণে ইতিমধ্যেই এই শাখার বিভিন্ন স্টেশনগুলিতে অতিরিক্ত আরপিএফ এবং রেলপুলিশকর্মী মোতায়েন হয়েছে বলে জানা গেছে।
ব্যুরো রিপোর্ট