Market

একদিকে যখন বিশ্ব জুড়ে চলছে প্রাণ বাঁচানোর লড়াই, চিকিৎসক থেকে নার্স থেকে শুরু করে সকল প্রথম সারির যোদ্ধারা জীবনের বাজি রেখে আরও লক্ষ লক্ষ জনজীবনে আশার আলো জাগিয়ে তোলার জন্য প্রাণপাত করে দিচ্ছেন, ঠিক তখনই এক ভয়াবহ তথ্য দিল ইন্টারন্যাশনাল ক্যাম্পেন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার ওয়েপন বা আইসিএএন। যারা স্পষ্ট জানিয়েছে, নিউক্লিয়ার শক্তিধারী দেশগুলি এইসময় নিজেদের শক্তিশালী করার জন্য নিরন্তর লেগে থেকেছে।
সবচেয়ে অবাক করা বিষয় হল, একদিকে যখন বলা হচ্ছে যে অর্থনীতির অবস্থা রীতিমত শোচনীয় ইওরোপ থেকে ইসলামাবাদ বা কানপুর থেকে কানাডা সর্বত্রই অর্থনীতি অতিমারি পরিস্থিতির কারণে ধুঁকছে ঠিক তখনই নয়টি দেশ পারমাণবিক অস্ত্র তৈরির পেছনে খরচ করে ফেলেছে ১.৪ বিলিয়ন ডলার।
গত বছরে আমেরিকা মিলিটারি খরচার প্রায় অর্ধেক খরচা করেছে এখানেই। অঙ্কের পরিমাণ যেখানে দাঁড়িয়েছে ৩৭.৪ বিলিয়ন ডলার। একইভাবে চীন খরচা করেছিল ১০ বিলিয়ন ডলার এবং রাশিয়া ৮ বিলিয়ন ডলার। এছাড়া ব্রিটেন, ভারত, ফ্রান্স, ইসরায়েল, পাকিস্তান এবং উত্তর কোরিয়া একসঙ্গে প্রতি মিনিটে খরচা করছে ১৩৭,০০০ ডলার।
রিপোর্টে জানান হয়েছে, একদিকে যখন এই নয়টি দেশ বিলিয়ন টাকা নষ্ট করছে পারমাণবিক অস্ত্রের জন্য, তখন বাকি দেশগুলো এই অস্ত্রকে নিষিদ্ধ ঘোষণায় ব্যস্ত থেকেছে।
ব্যুরো রিপোর্ট