Daily
ইয়াসের ক্ষত এখনও টাটকা উপকূলবাসীর মনে। নেই দুবেলা খাবারের মত সামর্থ্য, উড়ে গেছে মাথা গোঁজার ঠাঁই। সব হারানো উপকূলের এলাকাবাসীদের জীবন ইয়াসের দাপটে ছন্নছাড়া। ঠিক এমনই একটা সময়ে ত্রাতার ভূমিকায় দেখা গেল এনটিএফএনকে। নিউটাউনের যে সংস্থাটি আম্ফান থেকে করোনা প্রতিটি ক্ষেত্রে দাঁড়িয়েছে মানুষের পাশে। ইয়াস পরবর্তী সময়ে সেই দুর্গত উপকূলবাসীর ত্রাতা হয়ে এবারেও দাঁড়াল তারা।
ভগবানপুর-২ ব্লকের পাঁউশী অন্তোদয় অনাথ আশ্রমের সহযোগীতায় দীর্ঘ ১৩ দিন ধরে দৈনিক ২ হাজার মানুষের পেট ভরিয়ে যাচ্ছে নিউটাউনের এই সংস্থা। এমনকি আশ্রয়হীন পরিবারকে অস্থায়ী বাড়িও তৈরি করে দিচ্ছে। পরিবারের মানুষের কাছ থেকে শুনে নিচ্ছে সেদিনের সেই দুঃসহ স্মৃতি
ইতিমধ্যেই প্রায় ১৫০টি অস্থায়ী বাড়ি তারা তৈরি করে দিয়েছে। এছাড়াও দুর্গতদের জন্য বিতরণ করা হচ্ছে শাড়ি, লুঙ্গি, গামছা। অন্ন, বস্ত্র, বাসস্থানের জোগাড় করে দিয়ে নিউটাউনের এনটিএফএন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন শুধু সদিচ্ছা। আর এনটিএফএনের এই সাহায্য উপকূলের সব হারানো মানুষগুলোর বুকে আবারও আশার আলো জ্বালাচ্ছে, একদিন সব ঠিক হয়ে যাবে।
ব্যুরো রিপোর্ট