Market

বড়সড় ধাক্কা খেল আদানি গ্রুপ। বাজেয়াপ্ত হল তিনটি বিদেশি তহবিল। যাদের আদানি গ্রুপের চারটি কোম্পানিতে ৪৩ হাজার ৫০০ কোটি টাকার শেয়ার রয়েছে। বাজেয়াপ্ত করেছে ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড বা এনএসডিএল। আলবুলা ইনভেস্টমেন্ট ফান্ড, এপিএমএস ইনভেস্টমেন্ট ফান্ড এবং ক্রেসটা ফান্ডের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে তারা। যে কারণে এই তহবিলগুলি যেমন নতুন কোন সিকিউরিটি কিনতে পারবে না, তেমনই তাদের বর্তমান কোন সিকিওরিটি বিক্রিও করতে পারবে না। যা নিঃসন্দেহে আদানি গ্রুপকে জোর ঝাঁকুনি দিল বলেই মনে করছেন আর্থিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, দেশের শেয়ারবাজারে আদানি গ্রুপের শেয়ার গ্যালোপিং গতিতে বৃদ্ধি পাচ্ছিল। যা দেখে অনেক বিশ্লেষকরা মনে করছিলেন, এবার হয়ত কড়া প্রতিদ্বন্দীতায় পড়তে চলেছেন এশিয়ার সর্বাপেক্ষা ধনী ব্যক্তি মুকেশ আম্বানী। ঠিক এমনই একটি সময়ে বাজেয়াপ্ত হওয়ার ঘটনায় আদানি গ্রুপের ৬টি কোম্পানির শেয়ার একধাক্কায় অনেকটা নিচে পড়ে যায়। কিন্তু কেন করা হল বাজেয়াপ্ত? তার কারণ হিসেবে বলা হচ্ছে, এই তিনটি বিদেশি ফান্ডের মালিকানা সম্পর্কিত তথ্যগুলো ছিল অসম্পূর্ণ। ফলে বিদেশি এই তিনটি ফান্ডের বিরুদ্ধে আর্থিক তছরুপ আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এনএসডিএল যে তিনটি তহবিল বাজেয়াপ্ত করেছে সেগুলির প্রত্যেকটি মরিশাসের এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির কাছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার্স হিসেবে রেজিস্টার করা আছে। মজার বিষয় হল, এই তিনটি তহবিলই একটি ঠিকানাতে রেজিস্টার করা আছে। যার নাম হল পোর্ট লুই। এমনকি তাদের কোন নিজস্ব ওয়েবসাইটও নেই।
ব্যুরো রিপোর্ট