Market

এটিএমে গিয়ে এবার টাকা তুলতে পারবে আপনার সন্তান। একটি সুস্থ এবং ভালো ভবিষ্যত তৈরির পরিকল্পনা নিয়ে বাচ্চাদের জন্য এটিএম ব্যবহার চালু করল দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি। এই বিশেষ পরিষেবা অনুযায়ী বাচ্চারাও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে তাদের নিজস্ব অ্যাকাউন্ট খুলতে পারবে। জমাতে পারবে টাকা। শিশুদের জন্য চালু করা এই স্পেশাল অ্যাকাউন্টের নাম- পিএনবি জুনিয়র এসএফ অ্যাকাউন্ট।
জানা গিয়েছে, বাচ্চাদের জন্য এই অ্যাকাউন্ট খুলতে গেলে বাচ্চার বয়স ১০ বছরের বেশি হতে হবে। বাড়ির ঠিকানা এবং ছবি সহ প্রমাণপত্র দিয়ে খোলা যাবে এই অ্যাকাউন্ট। উচ্চশিক্ষার জন্য আগামীতে যা ব্যবহার করা যাবে। জানা গিয়েছে, বাচ্চার পাশাপাশি তার মা-বাবাও এই অ্যাকাউন্টে টাকা জমাতে পারবেন।
রয়েছে জিরো ব্যালেন্সের সুবিধা। এনইএফটি-র মাধ্যমে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করা যাবে। এছাড়াও এটিএম থেকে দিনে ৫ হাজার টাকা পর্যন্ত টাকা তোলা যাবে। পিএনবির পক্ষ থেকে দেওয়া হবে একটি ৫০ পাতার চেকবুক। সম্প্রতি টুইট করে বাচ্চাদের জন্য অ্যাকাউন্ট খোলার এই খবরটি প্রকাশ্যে এনেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক।
ব্যুরো রিপোর্ট