Trending

এবার খুব তাড়াতাড়ি ট্রেনের বুকিং অথবা ফ্লাইট রিজার্ভেশনের মতই ভ্যাকসিনেশনের জন্য বুক করা সম্ভব হবে থার্ড পার্টি অ্যাপ থেকে। পেটিএম, মেক মাই ট্রিপ অথবা আইবিবোর মত জনপ্রিয় অ্যাপ থেকে টিকাকরণের জন্য যেমন বুকিং করা সম্ভব হবে তেমনই সংশ্লিষ্ট ব্যক্তির ভ্যাকসিনেশনের শংসাপত্র ডাউনলোড করতেও কোন অসুবিধা হবে না। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই অনুমোদন মিলেছে। তাই এখন থেকে আর কো-উইন অ্যাপ বা আরোগ্য সেতুর ওপর নির্ভর করে থাকতে হবে না।
জানা গিয়েছে, খুব তাড়াতাড়ি পোর্টালের মাধ্যমে এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এই জাতীয় প্ল্যাটফর্মে অ্যাপয়েন্টমেন্ট করা থেকে তার পুনর্নবীকরণ অথবা ক্যান্সেল- সবই এখন অনেকটাই সহজসাধ্য হবে। তবে তার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল নাম্বার রেজিস্টার্ড করতে হবে। তবে ভ্যাকসিনেশন সার্টিফিকেশনের জন্য ওটিপি কনফার্মেশন প্রয়োজন।
উল্লেখ্য, সরকার শুধু পেটিএম, মেক মাই ট্রিপ অথবা আইবিবো গ্রুপকে এই পোর্টাল চালানোর অনুমোদন দেয়নি, বরং এই সারিতে রয়েছে দেশের বেশ কয়েকটি জনপ্রিয় প্রথম সারির সংস্থা। যেমন ইনফোসিস, অ্যাপোলো হাসপাতাল, আইসিআইসিআই লম্বার্ড, ম্যাক্স হেল্থকেয়ার, ড: রেড্ডিজ ল্যাবরেটরিজ, শিবম ই-কমার্স, সিনারজিক ইনফো।
এখনও দেশের অধিকাংশ মানুষকে ভ্যাকসিনেশনের জন্য ভরসা করতে হয় কো-উইন অথবা আরোগ্য সেতু অ্যাপের ওপর। এবং দেশের এক বড় অংশের মানুষ আস্থা রাখে পেটিএম, মেক মাই ট্রিপের ওপর। স্বাভাবিকভাবেই, থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে টিকাকরণ প্রক্রিয়া চালু হয়ে গেলে গোটা দেশেই ভ্যাকসিনেশন প্রক্রিয়া অনেকটা তাড়াতাড়ি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ব্যুরো রিপোর্ট