Daily

অনেক সময়েই দেখা যায় মাসের প্রথম দিনটি পড়েছে রবিবারে। স্বাভাবিক ভাবেই নিজের অ্যাকাউন্টে বেতন জমা পড়ার জন্য অপেক্ষা করতে হয় সোমবার পর্যন্ত। তবে এবার আর অপেক্ষা নয়। আগামী ১ আগস্ট থেকে নতুন নিয়মে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।
মাসের পয়লা তারিখ রবিবার বা অন্য কোনো ছুটির দিন হলেও কর্মীদের আর পরবর্তী কাজের দিনের জন্য অপেক্ষা করতে হবে না। এ বার থেকে যাবতীয় ব্যাঙ্কিং ট্রান্সফার, যেমন বেতন, পেনশন অথবা ইএমআই পেমেন্ট সক্রিয় থাকবে ২৪x৭, যা শুরু হচ্ছে আগামী ১ আগস্ট থেকে। অর্থাত্, এ বার এই পরিষেবা মিলবে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা।
গত জুন মাসে ক্রেডিট নীতি পর্যালোচনা বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস ঘোষণা করেছিলেন ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাইজ এর পরিষেবা সপ্তাহের প্রতিটা দিনের জন্য পাওয়া যাবে। বর্তমানে এই পরিষেবা পাওয়া যায় শুধুমাত্র ব্যাঙ্ক খোলা থাকলেই। সচরাচর সোমবার থেকে শুক্রবার পর্যন্ত।
ওই বৈঠকেই আরবিআই গভর্নর ঘোষণা করেন, ‘গ্রাহকের সুবিধা ও পরিষেবা আরও উন্নত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট এর সুবিধা ২৪x৭ যাতে পাওয়া যায়, সেই লক্ষ্যেই আগামী ১ আগস্ট থেকে সপ্তাহের সব দিনই পাওয়া যাবে’।
অর্থাত্, এ বার থেকে শনিবার অথবা রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকলেও নাচের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মাসের প্রথম দিনই বেতন, পেনশন ঢুকবে যোগ্য কর্মীদের। একই ভাবে ব্যাঙ্কের ইএমআই-এর ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে।
ব্যুরো রিপোর্ট