Prime
Daily
এবার বাড়তি দামে সরকারকে কিনতে হবে টিকা
By sanchitabpn21 | July 18, 2021
Daily
এবার মূল্যবৃদ্ধির খাতায় নাম লেখালো কো ভ্যাক্সিন আর কোভি শিল্ড। সরকারকে, আগের থেকে বাড়তি দামে কিনতে হবে টিকা।
অল্প সময়ে টিকার উৎপাদন বাড়াতে এখন ২১৫ তাকে কিনতে হবে কোভি শিল্ড, আর ২২৫ তাকে কিনতে হবে কো ভ্যাক্সিন। কেন্দ্র অবশ্য টিকার মূল্যবৃদ্ধির আভাস আগেই দিয়েছিল। কেন্দ্রের তরফে জানানো হয়েছিল, ২১ শে জুনের পর টিকার মূল্য বাড়তে পারে।
আগামী ৩১ জুলাইয়ের মধ্যে দু’টি প্রতিষেধকের ৫০ কোটি টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে স্বাস্থ্য মন্ত্রকের। এখন সেই লক্ষ্যে পৌঁছনোর পথেই হাঁটা হচ্ছে বলে জানিয়েছেন তারা।
ব্যুরো রিপোর্ট