Trending
পেনশনভোগীদের জন্য হোয়াটসঅ্যাপের নয়া ফিচার। সংশ্লিষ্ট পেনশনকারীর অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাওয়ার পর শুধু এসএমএস বা ই-মেলে নয়, পেনশন স্লিপ চলে যাবে পেনশনকারীর হোয়াটসঅ্যাপে।
ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার জানিয়েছে, পেনশনভোগীদের পেনশন স্লিপগুলি পাঠানোর জন্য এখন ব্যাঙ্কগুলি হোয়াটসঅ্যাপকেও ব্যবহার করতে পারে। তার কারণ হিসেবে বলা হয়েছে, দেশের এক বিরাট অংশের মানুষের হাতে স্মার্টফোন। একইভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাঁদের অনেকেই। ফলে পেনশন স্লিপ খুব দ্রুত পাঠিয়ে দেওয়া সম্ভব হবে।
কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, সকল পেনশন বিতরণকারী ব্যাঙ্কগুলি পেনশন জমা দেওয়ার পরে এসএমএস, ইমেল ছাড়াও হোয়াটসঅ্যাপ সহ যেখানে সম্ভব হবে সেখানেই পেনশন স্লিপ পাঠিয়ে দেবে। সেখানে উল্লেখ করা থাকবে, পেনশনের সম্পূর্ণ বিবরণ। কেন্দ্রের দাবি, এর ফলে বয়স্ক পেনশনভোগীরা অনেকটা নিশ্চিন্ত হবেন। একইভাবে তাঁদের মধ্যে এই ফিচারের জনপ্রিয়তাও যথেষ্ট বেড়ে যাবে।
ব্যুরো রিপোর্ট