Trending

ড্রাইভিং লাইসেন্সের নিয়মে আসতে চলেছে আমূল পরিবর্তন। এতদিন গাড়ি চালানো শেখার পর ড্রাইভিংয়ের লার্নার লাইসেন্সের জন্য যে আরটিও অফিসে যেতে হত, এখন সেই প্রয়োজন ফুরিয়েছে। বরং অনলাইন থেকেই সংগ্রহ করা যাবে এই লার্নার ড্রাইভিং লাইসেন্স। প্রয়োজন পড়লে সেই লাইসেন্স প্রিন্ট করিয়েও নেওয়া যাবে।
এই লাইসেন্স পাওয়ার জন্য প্রথমেই যেতে হবে রাজ্য পরিবহন দপ্তরের ওয়েবসাইটে। তবে খেয়াল রাখতে হবে, ড্রাইভিং লাইসেন্স পাবার জন্য আধার কার্ড লিঙ্ক করানো জরুরি। তারপর সেই আবেদন যাচাই করা হবে। দিতে হবে আপনাকে প্রয়োজনীয় মূল্য। কিছুদিন বাদে মেইলে চলে আসবে আপনার লার্নার লাইসেন্স। তবে মাথায় রাখবেন, এই লাইসেন্স পেতে গেলে আপনাকে একটি পরীক্ষা দিতে হবে অনলাইনে। পরীক্ষায় পাশ করলে তবেই ই-মেইলে আসবে এই লাইসেন্স। এই পরিষেবা চালু হবে আগামী ২ জুলাই থেকেই। প্রাথমিকভাবে উত্তরপ্রদেশে চালু হলেও ক্রমে ধাপে ধাপে এই পরিষেবা ছড়িয়ে পড়বে সমস্ত রাজ্যে।
ব্যুরো রিপোর্ট