Trending

পৃথিবীর তিন ভাগ জল, একভাগ স্থল এবং মহাসাগরের সংখ্যা হল চার। এই তথ্য আমাদের প্রত্যেকেরই জানা। কিন্তু এতদিন ধরে জেনে আসা সত্যিটা যদি হঠাৎ একটু বদলে যায়? অর্থাৎ নতুন তথ্যের ওপর দাঁড়িয়ে যদি আপনাকে বলা হয়, পৃথিবীতে মহাসাগরের সংখ্যা চার নয় বরং পাঁচ। আপনি কি অবাক হবেন? কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির পক্ষ থেকে জানান হয়েছে এটাই সত্যি। কারণ পৃথিবীর পঞ্চম মহাসাগর হিসেবে স্বীকৃতি পেল দক্ষিণ মহাসাগর। যা অ্যান্টার্কটিকা উপকূল থেকে ৬০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত।
১৯১৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক কার্টোগ্রাফাররা পৃথিবীর মহাসাগরকে চারটি ভাগে ভাগ করেন। অ্যাটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আর্কটিক মহাসাগর। কিন্তু সম্প্রতি আরেকটি মহাসাগর যুক্ত হয়েছে এই তালিকায়। যার নাম দক্ষিণ মহাসাগর। কারণ বেশ কয়েকটি বছর ধরে বিজ্ঞানীরা এই অংশের সমুদ্র নিয়ে রীতিমত পরীক্ষা নিরীক্ষা করেছেন। যেখানে অ্যান্টার্কটিকের এই মহাসাগরের চরিত্রের সঙ্গে অন্যান্য মহাসাগরের চরিত্রের কিছু অমিল পাওয়া গেছে। তারপরে এই মহাসাগরকে পঞ্চম মহাসাগরের স্বীকৃতি দেয় তারা। ১৩০ বছর ধরে কঠিন গবেষণার পর অবশেষে ৮জুন বিশ্ব মহাসাগর দিবসে এই তথ্যটি জনসমক্ষে প্রকাশ করে ন্যাশনাল জিওগ্রাফি সোসাইটি।
ব্যুরো রিপোর্ট