Daily
রাজনৈতিক বিশ্লেষকরা এখনই বলতে শুরু করেছেন, মুকুলের দলত্যাগে হেস্টিংসের বঙ্গ বিজেপিতে কি এখন মুষল পর্ব চলছে?
বিশেষত গতকাল শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁয় সাংগঠনিক বিজেপির সাংগঠনিক সভায় উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত ছিলেন সাংসদ শান্তনু ঠাকুর সহ তিন বিধায়ক। বনগাঁয় বিজেপির রাজ্য সভাপতি আসলেন অথচ সাংসদসহ ৩ বিধায়ক গরহাজির থাকলেন। এটা নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে রাজনৈতিক মহলে।
আজ সকালে বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তবে এখনই দল ছাড়ছেন কিনা সে বিষয়ে কোন কিছু স্পষ্ট ইঙ্গিত করেন নি।
তবে বিশ্বজিৎ দাস এখনই দল ছাড়বেন কিনা আর দল ছেড়ে তৃণমূলে যোগ দেবেন কিনা সে জল্পনা যেমন রয়েছে ঠিক তেমনই কলকাতা তথা রাজ্যের রাজনীতির অন্দরে রাজীব বন্দ্যোপাধ্যায়, সরলা মুর্মুর, সব্যসাচী দত্তর মতো একাধিক নাম ভেসে উঠছে। তবে তৃণমূল যে দলনেত্রীর কথা অনুযায়ী, গাদ্দারদের বাদ দিয়ে নরমপন্থীদেরই দলে নেওয়ার পক্ষপাতী সে বিষয়ে বিশ্লেষকেরা সহমত পোষণ করেছেন। বিশ্লেষকদের আরও বক্তব্য, এক্ষেত্রে বঙ্গ বিজেপির মনোভাব যেন, যা গেছে তা যাক।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।