Market
গ্রাহকদের স্বার্থে ওষুধ নিয়ে বড়সড় পদক্ষেপ নিল কেন্দ্র। প্রেসক্রিপশন ছাড়াই গ্রাহকরা কিনতে পারবেন ১৬ রকমের ওষুধ। তবে রয়েছে কিছু শর্ত। এই মর্মেই বিজ্ঞপ্তি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, আগে ওষুধ কিনতে গেলে দোকানে প্রেসক্রিপশন দেখানো বাধ্যতামূলক ছিল। তবে গ্রাহকদের স্বার্থে সেই নিয়মে বদল আনতে চলেছে মোদী ক্যাবিনেট।
জানা গিয়েছে, পেটের সমস্যার ওষুধ, নেজাল ওষুধ, অ্যান্টি-ফাঙ্গাল এবং প্যারাসিটামলের মতন ১৬ ধরণের ওষুধ এখন প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন গ্রাহকরা। ওভার দ্য কাউন্টার থেকে এই ওষুধগুলি কেনার জন্য সমস্যা হবে না গ্রাহকদের। তবে এখানেও চাপানো রয়েছে শর্ত। শর্ত অনুযায়ী, কোন গ্রাহক প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে গেলে তাঁকে ৫ ডোজের ওষুধ দেওয়া যাবে। তারপরেও রোগ না সারলে তখন রোগীকে নিতে হবে চিকিৎসকের পরামর্শ। ওষুধের প্যাকেটে থাকতে হবে সব প্রয়োজনীয় ইনফরমেশন।
প্রসঙ্গত, ওষুধ সংক্রান্ত যে আইন এতদিন পর্যন্ত রয়েছে তাতে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও ওষুধ পাওয়া যেত। কিন্তু তার কোন নির্দিষ্ট রীতিনীতি ছিল না। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সিদ্ধান্তের কারণে ৫ দিনের জন্য সেই ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারবেন গ্রাহকরা। যা আদতে ওষুধ কেনার সময় কোনরকম সমস্যা তৈরি করবে না বলেই জানানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে।