Story

দোরগোড়ায় যদি চাল, ডাল, আটা আসতে পারে তবে কেন আম আসবে না? আর এই বছর যখন আমের ফলনের দিকে স্বয়ং লক্ষ্মী ফিরে তাকিয়েছেন। বাজার থেকে শুরু করে সর্বত্রই আমের ভরা বাজার। কিন্তু অতিমারির আশঙ্কা যে ফেউয়ের মত পিছনে লেগে রয়েছে, তার কী হবে? ফলে বাজারে গিয়ে অনেক ক্রেতাই আম কেনার সাহস দেখাচ্ছেন না। যদিও সাধ এবং সাধ্য দুইই রয়েছে এবছর। আর তাই, মানুষের কাছে আম পৌঁছে দেবার জন্য উদ্যোগ নিল রাজ্য সরকার নিজেই। একেবারে হাতের মুঠোয় চলে আসবে মালদহের হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলী বা ল্যাংড়া। শুধু করতে হবে একটি ক্লিক।
সরকারি উদ্যোগে তৈরি হয়েছে একটি অ্যাপ। যে অ্যাপের মাধ্যমে আপনার দরজায় পৌঁছে যাবে মালদহের বিখ্যাত আম। কেন্দ্রের উদ্যানপালন মন্ত্রকের আম গবেষণা দফতর ও রাজ্য সরকারের সুফল বাংলার যৌথ উদ্যোগে চালু হয়েছে এই পরিষেবা। যা প্রাথমিকভাবে মালদহের মধ্যেই সীমাবদ্ধ। তবে খুব শীঘ্রই রাজ্যবাসীর কাছে ছড়িয়ে যাবে অ্যাপের মাধ্যমে এই আম পরিষেবা।
জানা গিয়েছে, মূলত মহিলাদের দুই স্ব-নির্ভর গোষ্ঠী এই কাজ করছে। এবং এই প্রকল্পের মেরুদণ্ড হচ্ছেন মহিলারাই। একটা সময় অতিমারির প্রকোপে যখন সংসার চালানো দায় হয়ে উঠেছিল তখন আম চাষ করে মহিলারাই মেটাচ্ছেন সংসারের সমস্যা।
ব্যুরো রিপোর্ট