Market
আয়কর জমা দেওয়া এখন আরও সুবিধেজনক। করদাতাদের সুবিধার জন্য নতুন পোর্টাল চালু করতে চলেছে আয়কর দফতর। আগামী ৭ জুন থেকে চালু হতে চলেছে এই নতুন পোর্টালটি। জানা গিয়েছে আয়কর দাতারা এবার থেকে www.incometax.gov.in- ওয়েবসাইটে গিয়ে আয়করদাতারা সব কাজ করতে পারবেন। দেখে নেওয়া যাক এই নতুন পোর্টালে কী কী সুবিধা থাকছে।
১। অ্যাপ- নতুন পোর্টালের সঙ্গে একটি মোবাইল অ্যাপও চালু করা হবে। যে অ্যাপ্লিকেশনটি সব সময় ব্যবহার করার সুযোগ পাবেন আয়করদাতারা।
২। ড্যাশবোর্ড- আয়করদাতারা ফাইল আপলোড বা পেন্ডিং সবই করতে পারবেন একটি ড্যাশবোর্ডের মধ্যে। ফলে আয়করদাতাদের কাজ করতে অনেকটা সুবিধে হবে।
৩। তাড়াতাড়ি রিফান্ড- এই পোর্টালে কর রিটার্ন প্রসেসটা খুব তাড়াতাড়ি হবে বলেই আয়করদাতারা রিফান্ডও পাবেন তাড়াতাড়ি।
৪। অনলাইন পেমেন্ট- এই নতুন পোর্টালে অনলাইন ট্যাক্স পেমেন্টেও আনা হয়েছে বদল। জানা গিয়েছে, এই পোর্টালের মাধ্যমে নেট ব্যাঙ্কিং, ইউপিআই, আরটিজিএস বা এনইএফটির মাধ্যমে পেমেন্ট করতে পারবেন।
৫। সুবিধা- করদাতাদের সুবিধার জন্য লাইভ চ্যাট সহ, এফএকিউ, ভিডিও সহ একাধিক প্রশ্নের উত্তরের ব্যবস্থাও রয়েছে।
বর্তমান পোর্টালটি বন্ধ রাখা হয়েছে ৩১ মের পর থেকেই। জানান হয়েছিল মাইগ্রেশনের কারণেই বন্ধ রাখা হয়েছে এই পোর্টাল। আর আগামী ৭ তারিখ থেকে চালু হলে স্বাভাবিকভাবেই করদাতাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
ব্যুরো রিপোর্ট