Daily

কোনোদিন ভেবেছিলেন যে এমন দিনও আসবে যেদিন বিদেশের কোনও দামি মল বা ফ্ল্যাটবাড়ির ভাড়া থেকে আপনার আয় হবে? এখন সেটাও সম্ভব। হ্যাঁ। একেবারে ঠিক দেখছেন। এখন দেশ অথবা বিদেশ। যেখানে ইচ্ছা লগ্নি করুন। বিক্রিও করুন শেয়ার। বিনিয়োগের জন্য খোলা এখন গোটা দুনিয়া।
দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বিনিয়োগ সম্ভব হচ্ছে মূলত ‘ফান্ড অব ফান্ডস’-এর মাধ্যমে। অর্থাত্, দেশে বসে একটি ফান্ডে টাকা ঢাললেন, যেটি আবার বিদেশে অন্য একটি ফান্ডে লগ্নি করবে আপনার টাকা। শুধুমাত্র আমেরিকা, বা চিনই নয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর বাজারেও আপনার টাকা খাটতে পারে এই ফান্ডগুলির মাধ্যমে।
বাজারে এখন এই ধরনের প্রকল্প নিয়ে অ্যাভেলেবল একাধিক ছোট-বড় ফান্ড হাউস। রয়েছে ক্ষেত্র ভিত্তিক ফান্ড। রয়েছে ন্যাসডাক-এর ইনডেক্স উপর নির্ভরশীল ফান্ড। যার মাধ্যমে পরোক্ষভাবে ফেসবুক থেকে শুরু করে অ্যাপল, আমাজন, নেটফ্লিক্স কিংবা গুগল, সহজেই আপনার পোর্টফোলিওর অংশ হতে পারে।
এমন সুযোগ হাতছাড়া করা যায়না। চলুন দেখে নেয়া যাক, এতে আপনার লাভটা কোথায়? প্রথমত, আপনি একটি দেশের আর্থিক ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন না। আবার আপনি নিজেও একটা দেশের বিনিয়োগ ক্ষেত্রের মধ্যেই আটকে থাকছেন না। আপনার বিনিয়োগ করা টাকা খাটবে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে।
ব্যুরো রিপোর্ট