Daily

সংক্রমণে রাশ টানতে জরুরি পরিষেবা বাদে তালাবন্দি সবই। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য লক ডাউনে যাওয়ার পর ক্রমশই কমছে দৈনিক সংক্রমণ। তবে জনজীবনে যাতে প্রভাব না পড়ে তাই বাজার থেকে ব্যাঙ্ক খোলা রাখা হয়েছে নির্দিষ্ট সময়সীমা মেনে। কিন্তু ব্যাঙ্ক কর্মীদের দাবি, পরিষেবা ঠিক রাখতে কর্মীদের অফিসে আসা এক বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। কারণ পরিবহন বন্ধ থাকায় অনেক কর্মীদেরই অফিসে পৌঁছতে রীতিমত সমস্যার মুখে পড়তে হচ্ছে। তাই রেল সুবিধার আর্জি জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে রেল দফতরে। যেখানে বলা হয়েছে, ব্যাঙ্কের কর্মচারীদের জন্য স্টাফ রেল চালু করলে সেক্ষেত্রে অফিসে আসতে কোন ঝামেলা পোহাতে হবে না কর্মীদের। তাই সেই আর্জি মেনে নিয়েই এবার রেলকর্মীদের জন্য যে স্টাফ স্পেশাল চালু রয়েছে তাতেই যাতায়াত করার সুযোগ পেতে চলেছেন ব্যাঙ্ককর্মীরা।
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের রাজ্য শাখার সম্পাদক সঞ্জয় দাস বলেন, রাজ্য সরকার অনুমতি দিলে রেলের তরফ থেকে কোন সমস্যা নেই। সেই সূত্রেই সোমবার নবান্ন থেকে রেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয় ব্যাঙ্ক কর্মীরা স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াত করতেই পারেন। এছাড়া স্টেট লেবেল ব্যাঙ্কারস কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, আগামী ১৫ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা চালু থাকবে। ৫০% কর্মী নিয়ে পরিষেবা দেবে ব্যাঙ্ক।
ব্যুরো রিপোর্ট