Daily

রাস্তার ঘাম, পচা জ্যাম কিংবা খানাখন্দ। এসব থেকে মুক্তি আছে কি? আছে বৈকি! আকাশপথ। ওই একটা রাস্তায় খোলা আছে এসব থেকে মুক্তি পাওয়ার। এবার তাই আকাশেই উড়বে ট্যাক্সি।
বৈদ্যুতিক শক্তিতে আকাশে উড়বে ট্যাক্সি। ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে শিগগিরই হয়তো এমন এয়ার ট্যাক্সির দেখা মিলতে পারে। সেখান থেকে এয়ার ট্যাক্সি ভাড়া করে সহজেই পারি দেওয়া যাবে ৩০ কিলোমিটার দূরের সিটি সেন্টারে।
আগামী তিন বছরের মধ্যেই রোমে এই পরিষেবা চালু করতে চলেছে জার্মানির প্রতিষ্ঠান ভোলোকপ্টার। প্রকল্পের নামকরণ করা হয়েছে ভেলোসিটি নামে। রোমের পাশাপাশি প্যারিস আর সিঙ্গাপুরও ইন্সপিরেশন পেয়েছে এই পরিষেবায় নাম নথিভুক্ত করার। দূষণের সীমিত করার উদ্দেশ্যে এখন বিশ্ব জুড়ে আগ্রহ বাড়ছে এই উড়ন্ত ট্যাক্সিতে।
মাত্র ২০ মিনিটের মধ্যেই গন্তব্যে পৌঁছে দেবে এই উড়ন্ত যান। যদিও খরচটা একটু বেশিই। ১৪০ ইউরো খরচ করতে হবে ২০ মিনিটের জন্য। তবে জ্যাম ছাড়া আকাশপথে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছনোর ব্যাপারে এর চেয়ে সহজ উপায় আর আছে কি!
ব্যুরো রিপোর্ট