Trending
চার নম্বর ধাপ পেরিয়ে এবার আরেক ধাপ ওপরে অর্থাৎ তিন নম্বরে। অন্তত ব্লুমবার্গ ইনডেক্স ইঙ্গিত দিচ্ছে সেদিকেই। এই নয়া সাফল্য এসেছে গৌতম আদানির। তিনিই নাকি বিশ্বের তৃতীয় ধনকুবের! পিছনে ফেলে দিলেন ফ্রান্সের বের্নার্ড আরনাল্টকে। বর্তমানে আদানির সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৭.৪ বিলিয়ন ডলারে। আর তিন নম্বর ধাপে উঠে আসায় এখন আদানির সামনে রয়েছেন বিশ্বের দুই ধনকুবের। একজন এলন মাস্ক আর অপরজন জেফ বেজোস। এশিয়াবাসী হিসেবে এই নজির প্রথম গড়লেন আদানি।
সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, চলতি বছরেও যেভাবে সম্পদ বৃদ্ধির ধারা আদানি অব্যাহত রেখেছেন তা যে কোন বিত্তশালীদের চমকে দেবার মতন। শুধু এই বছরেই আদানির সম্পদ বৃদ্ধি পেয়েছে ৬০.৯ বিলিয়ন ডলার মতন। অন্যান্য ধনকুবেরের থেকে ৫ গুণ বেশি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই আদানি সম্পদের বিচারে বিল গেটসকে পিছনে ফেলে দেওয়ায় বিশ্ব বাজারে বেশ হৈচৈ পড়ে যায়। তবে আদানির দৌড় যে এখানেই থেমে থাকেনি, সেটা আরেকবার প্রমাণ করে দিলেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগেই বিপুল সম্পদ বৃদ্ধির পাশাপাশি ঋণের বিপুল বোঝা যে আদানির ঘাড়ে ক্রমেই বাড়তে চলেছে, সেটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। বর্তমানে আদানি গোষ্ঠীর কাঁধে চেপে রয়েছে ২.২২ লক্ষ কোটি টাকার ঋণ। এদিকে এসবিআইয়ের কাছেও আলাদা করে ঋণের আর্জি জানিয়েছেন ১৪ হাজার কোটি টাকার। কিন্তু এইসকল আশঙ্কা আপাতত দূরেই সরিয়ে রাখলেন তিনি। কারণ নিজের ব্যবসা সম্প্রসারণের জন্য আদানি একের পর এক সেক্টরে বিনিয়োগ করেই চলেছেন। ডেটা সেন্টার হোক বা সিমেন্ট, মিডিয়া হোক বা গ্রিন এনার্জি- সর্বত্রই টক্কর দিচ্ছেন আদানি। বিশ্বের তিন নম্বর ধনকুবেরের তালিকায় উঠে আসার পর ফের প্রমাণ হয়ে গেল, ব্যবসা সম্প্রসারণে একইসঙ্গে ব্যবসায়িক সাফল্যে আদানি রয়েছেন অন্যান্যদের থেকে অনেকটাই এগিয়ে।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ