Daily

অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে স্বাবলম্বী মেয়েরাও। গত দুবছর যাবৎ করোনা অতিমারীর ও তার দোসর লকডাউনের চাপে দেশে তথা রাজ্যে চাকরীর অবস্থা তথৈবচ। চলে গিয়েছে চাকরি। কর্মহারা মানুষের সংখ্যাটা নেহাত কম নয়। জীবনের চেনা ছন্দ ওলট পালট করে দিয়েছে এই ভাইরাস।
জীবনের সঙ্গে যুঝতে তাই কিছুটা বাধ্য হয়েই, অথবা স্ব-ইচ্ছায় অনেকেই বেছে নিয়েছেন অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্মকে। পিছিয়ে নেই মেয়েরাও। ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে চুটিয়ে এই পেশায় নিজেদের এগিয়ে নিয়ে চলেছে তারা। কে বলেছে মেয়েরা দায়িত্ব নিতে পারে না? ব্যাস্ত শহরের রাস্তায় চোখ রাখলে দেখতে পাবেন পীঠে খাবারের বোঝা নিয়ে ছুটে চলেছে অনলাইন ডেলিভারি বয়েরা, এখন আবার দেখতে পাবেন ডেলিভারি গার্লদেরও।
কর্মের কোন ধর্ম হয় না, কর্মই ধর্ম। একাগ্রতার সঙ্গে তাই কাজ করে খুশি তারা প্রত্যেকেই। ভরপুর সুবিধে। কারন নো ওয়ার্ক নো পে অপশন, জানালেন একজন ডেলিভারি গার্ল নিজেই। তাই ছুটির জন্য আলাদা করে কারও কাছে আবেদন করারও কোন প্রয়োজন নেই। নিজেই নিজের মালিক। আর কাজের বিনিময়ে তারা পেয়ে যান নিজেদের ন্যায্য পারিশ্রমিকও। দিনের শেষে পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুশি তারা।
ব্যুরো রিপোর্ট