Story
তেলের দাম নিয়ে যখন আমরা সবাই চিন্তিত, তখন সবাই ভাবছেন বিকল্প কী? গাড়ি তো চালাতেই হবে। আর সাধারণ মধ্যবিত্ত বা নিম্নবিত্তের গাড়ি মানে টু হুইলার। পেট্রোল পাম্পে দাঁড়ালেই যেন ছেঁকা লাগছে সবার। অনেকেরই মাথায় এখন লাড্ডু ফুটছে কী করা যায়।
হ্যাঁ। বাজারে ই-স্কুটি এসেছে বটে। তবে তাতেও রয়েছে একটু হ্যাপা। কিন্তু এবার হ্যাপা ছাড়াই ই-স্কুটি আসছে বাজারে।
আজ এই ভিডিওতে এমন একটা ই-স্কুটি দেখাব, যা অনেকে দেখেননি বা নামও শোনেননি। দেখেছেন কখনো কার্বন বাইক? দেখুন।
জার্মান সংস্থা নোভাস খুব শিগগিরই বাজারে আনছে তাদের নতুন সংযোজন কার্বন টু হুইলার। এই গাড়িতে সিঙ্গল সিট থাকলেও ওজন মাত্র ৭ কেজি। আর ব্যাটারি ধরলে বাইকটির ওজন হবে ৭৫ কেজি।
কার্বন বাইক সম্পর্কে আরো অনেক তথ্য আপনাদের জানাচ্ছি। জানাচ্ছি এর খুঁটিনাটি। সঙ্গে থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটিতে এমন কিছু ফিচার দেখাব কার্বন বাইকের। যা আপনারা শোনেননি বা দেখেন নি।
নোভাসের তৈরি এই নতুন টু হুইলার কার্বন বাইক চলবে ঘণ্টায় ১২০ কিমি। আর শূন্য থেকে ৫০ কিমি। গতি উঠতে সময় লাগবে মাত্র ৩ সেকেন্ড। এক ঘণ্টা ব্যাটারি চার্জে বসালেই ৮০% চার্জ হয়ে যাবে।
দেখছেন তো এই নতুন কার্বন বাইকের আরো ফিচার্স রয়েছে। একবার যদি আপনি ফুল চার্জ দেন তাহলে অনায়াসেই যেতে পারবেন ১০০ কিমি পথ। তাই অনায়াসে বলতে পারবেন, এই পথ যদি না শেষ হয়, নোভাসের গাড়ি চড়লে বেশ হয়। আরো জানাচ্ছি দেখুন। তাই কোথাও উঠে যাবেন না। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন।
এই বাইকে থাকছে ১৮ কিলোওয়াটের একটি সিঙ্গল মোটর। যা কিনা ২৪ অ্যাম্পিয়ার পাওয়ার জেনারেট করবে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২২ সালেই পথে দেখা যাবে নোভাসের এই কার্বন বাইকটিকে।
জার্মান কোম্পানি নোভাস ইতিমধ্যেই ইউরোপে ই-বাইকের বাজারে একটি প্রতিষ্ঠিত নাম। তথ্য বলছে, ইউরোপিয়ান ই-বাইকের বাজার ২০২০ সালে ছিল ৮.০১ বিলিয়ন ডলার। আর ২০২৬-এ সেই ভলিউম বেড়ে হবে ১৬.৫৮ ইউএস ডলার। তবে হ্যাঁ এই নতুন ফিচারের বাইকটি যারা চরবেন, তাদের একটু বেশি পয়সা গুনতে হবে। তা পয়সা যাই হোক না কেন। ভারতীয় বাজারে বিশেষ করে এশিয়ার বাজারে তেলের দাম যেভাবে বাড়ছে তাতে আগামীতে নোভাসের এই বাইক যে টু-হুইলারের মার্কেটকে তছনছ করে দেবে সেকথা বলাই যায়। কী ভিডিওটা ভালো লাগল না! এরকম আরো তথ্যভিত্তিক ভিডিও পেতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। আর যারা বেল আইকনটি এখনো পর্যন্ত প্রেস করেননি, সবসমুয় নিত্যনতুন ভিডিও’র নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন।