Jobs

চিকিৎসা ব্যবস্থায় ভারসাম্য ধরে রাখতে, ডাক্তার থেকে নার্স এমনকি প্রত্যেক বিভাগের স্বাস্থ্যকর্মীর ভূমিকা অপরিহার্য। করোনা পরিস্থিতিতে বিদ্ধস্ত বাংলা, যা হারে হারে টের পেয়েছে। এবার সুখবর দিলো রাজ্য। স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ করতে চলেছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার (WBHFWS)।
মোট ৩৮ টি পদে কর্মী নিয়োগ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে WBHFWS এর অফিসিয়াল ওয়েবসাইটে। আপনার বয়েস যদি ২২ থেকে ৬৪ র মধ্যে হয়, তবে আপনিও চাকরি সংক্রান্ত ফর্মটি পূরণ করতে পারেন। বিএসসি, এমবিবিএস, জিএনএম, ডিএমএলটি, 12টিএইচ, পিজিডি এই ডিগ্রি গুলি থাকলে আপনি এই ফর্মটি পূরণ করতে পারবেন।
প্রার্থীদের জন্য মাসিক ১০ হাজার থেকে ৪০ হাজার পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে। একটি ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন কোন পদে প্রার্থী নিয়োগ হতে চলেছে।
স্টাফ নার্স, ল্যাব টেকনিশিয়ান, মেডিক্যাল অফিসার ও অন্যান্য পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে হেলথ ডিপার্টমেন্ট। WBHFWS-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই চাকরিসংক্রান্ত বিবৃতিটি ডাউনলোড করে, ভালো করে পড়ে নিয়ে সে অনুযায়ী ফর্ম পূরণ এবং জমা দেওয়া প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। পুরো প্রক্রিয়াটি অফলাইনেই হবে। বিস্তারিত জানতে https://g.co/kgs/nj7bLy এই লিংকে ক্লিক করুন।
ব্যুরো রিপোর্ট