Jobs

সাধারণ জ্ঞানের বই বা ঠাকুমার মুখের গল্পে দেশনায়ক বলতে আমরা যাদের চিনি তাঁরা হলেন দেশের সেনা এবং কৃষক ভাইরা। সেনার উর্দি গায়ে জড়ানোর স্বপ্ন কে দেখেনি? পরীক্ষা কঠিন হলেও পাশ করে অসম্ভব নয়। দেশের হয়ে কাজ করতে পারার স্বপ্ন আমাদের সকলের থাকে, আর তাই পছন্দের তালিকায় শীর্ষে থাকে সেনাবাহিনীর চাকরি। যারা সেই স্বপ্নকে সত্যি করার কথা ভাবছেন তাদের জন্য রয়েছে সুখবর। ওম্যান মিলিটারি পুলিশ পদে প্রার্থী নিয়োগ করতে চলেছে ভারতীয় সেনাবাহিনী।
আপনার বয়ান যদি ১৭ থেকে ২১ এর মধ্যে হয় তাহলে নিচের লিংকটিতে ক্লিক করলে পেয়ে যাবেন সংক্রান্ত ফর্মটি যেটি পূরণ করে আপনিও আপনার নাম নথিভুক্ত করতে পারেন। https://joinindianarmy.nic.in/Authentication.aspx
তবে সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ব্যাপারে কিছুটা ছাড় আছে। বিশদে জানতে ক্লিক করুন এই লিংকে
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/Notification/747_1_women_MP_rally_notification_-_28_May_2021.pdf
সেনাবাহিনীর তরফে সোলজার জেনেরাল ডিউটি পদে মোট ১০০ জন প্রার্থী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তিতে দেওয়া পদের জন্য মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে তা উল্লেখ করা না হলেও জানানো হয়েছে, সেনাবাহিনীর বেতন তালিকার হিসেবে বেতন দেওয়া হবে।
দশম শ্রেণীর পরীক্ষায় ন্যূনতম ৪৫% গড় নম্বর সহ প্রতিটি বিষয়ে কমপক্ষে ৩৩% নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়া প্রার্থীরা ভারতীয় সেনাবাহিনী এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবে।
৬ জুন থেকে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলবে ২০ জুলাই পর্যন্ত। আবেদন প্রক্রিয়া চলবে অনলাইনে। তাই দেরী না করে আজই নিজের নাম নথিভুক্ত করে স্বপ্ন উড়ানের প্রথম ধাপে উঠতে পারেন আপনিও।
ব্যুরো রিপোর্ট