Daily

চাপের মুখে পড়ে সিদ্ধান্ত বদল হলো পর্যটন শিল্পে। এবার টিকার দুটো ডোজ নয়, একটা ডোজ নিলেই ভ্রমণে গ্রিন সিগন্যাল মিলবে দীঘায়, জানালো দিঘা প্রশাসন। কাজেই ভ্রমনপিপাসুদের মধ্যে বইছে খুশির আমেজ।
সম্প্রতি লকডাউন শিথিল হতেই দিঘা, মন্দারমনি, তাজপুরের সমুদ্রসৈকতে জমা হচ্ছিল পর্যটকদের ভিড়। সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় তড়িঘড়ি ভ্রমণে লাগাম টানার সিদ্ধান্ত নেয় পূর্ব মেদিনীপুর প্রশাসন। জানানো হয়, ৪৮ ঘন্টার মধ্যে করা করোনা নেগেটিভ রিপোর্ট অথবা টিকার দুটি ডোজের সার্টিফিকেট দেখতে হবে পর্যটকদের। নির্দেশিকা জারি হওয়ার পর থেকে একের পর হোটেল বুকিং ক্যান্সেল হতে শুরু করায় চিন্তায় পরে ব্যবসায়ীরা। পর্যটন শিল্পের অশনি সংকেত দেখে খানিকটা বাধ্য হয়েই নিয়ম শিথিল করে দিঘা প্রশাসন।
পাশাপাশি শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রেও পর্যটকদের জন্য একই নিয়ম লাগু করে বীরভূম পুলিশ। থাকতে হবে ৪৮ ঘন্টার মধ্যে করানো, করোনা নেগেটিভ রিপোর্ট এবং টিকাকরনের সার্টিফিকেট।
ব্যুরো রিপোর্ট