pujo scope 2022
উত্তর কলকাতার দুর্গা পুজো মানেই বছর বছর চমক। এবারেও তার অন্যথা হবে না। একদিকে যেমন রয়েছে আহিরিটোলা, শোভাবাজার, কুমারটুলি, তেমনই অন্যদিকে রয়েছে নলিন সরকার স্ট্রিটের দুর্গা পুজো। ভিড় যেখানে তাক লাগিয়ে দেয়। দর্শনার্থীদের প্রত্যাশা পূরণ করে ভালোরকম। বাইশেও যে সেই ট্র্যাডিশন বজায় থাকছে, সেটা পা না-ফেললে বোঝা দায়। এবারে নলিন সরকার স্ট্রিটের চমক গর্ভধারিণী। আর কয়েকদিন। তারপরেই পুজোর আনন্দে ভাসবে গোটা শহর। আর নলিন সরকার স্ট্রিটের পুজো কলকাতাবাসীর প্রায়োরিটি লিস্টে সবসময় থাকে। এবারেও তার অন্যথা হল না। এখন জোর কদমে চলছে সেই পুজোর প্রস্তুতি। আর সেই ছবিই ধরা পড়ল বিজনেস প্রাইম নিউজের ক্যামেরায়।