Prime
Daily
ভিজতে চলেছে উত্তরবঙ্গ
By sanchitabpn21 | July 18, 2021
Daily
ভিজতে চলেছে উত্তরবঙ্গ। চলতি মাসের ১৭ থেকে ২১ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি হবে অল্প, মাঝারি বা ভারি।
১৭ থেকে ২১ জুলাই পর্যন্ত কোচবিহারের বেশিরভাগ এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ১৮ এবং ২১ তারিখে কিছু কিছু জায়গায় অল্প ভারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আবার আলিপুরদুয়ারে ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে ১৭,১৮ এবং ২১ তারিখে। ১৯ এবং ২০ জুলাই ভারি বৃষ্টি পেতে পারে আলিপুরদুয়ার। জলপাইগুড়িতে ১৭ এবং ২১ জুলাই মাঝারি বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি ১৮ এবং ২০ জুলাই অল্প ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
একই অবস্থা উত্তর দিনাজপুরের ক্ষেত্রেও। ১৭, ১৮ এবং ২১ জুলাই হতে পারে মাঝারি বৃষ্টি এবং ১৯ ও ২০ জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুরে।
ব্যুরো রিপোর্ট