Daily

এবার উত্তরবঙ্গের তিনটি এয়ারপোর্ট চালু নিয়ে তৎপর হলো প্রশাসন। আগামী সপ্তাহেই মালদা, বালুরঘাট ও কোচবিহার, এই তিন জায়গার বিমানবন্দরের পরিস্থিতি খতিয়ে দেখবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা।
সূত্রের খবর, আগামী সপ্তাহের সোমবার মালদহ এয়ারপোর্ট, মঙ্গলবার বালুরঘাট এয়ারপোর্ট ও বুধবার কোচবিহার এয়ারপোর্ট পরিদর্শন করতে পারেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ারা প্রতিনিধিরা। মালদহের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর প্রশ্নের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। আর এবার যত দ্রুত সম্ভব সেই বিমানবন্দরগুলো চালু করার কথা উঠেছে ওয়াকিবহালমহলে।
স্বাভাবিকভাবে, উত্তরবঙ্গের এই তিন এয়ারপোর্ট চালু হলে শুধু উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যেই নয়, উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ আরও নিবিড় হতে পারে। তবে আদপে এই এয়ারপোর্ট কবে চালু হবে, সেই নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি।
ব্যুরো রিপোর্ট