Daily

শ্রেষ্ঠত্বের সম্মান এবার উত্তর ২৪ পরগনার ঝুলিতে। রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মানবিক ভাতা দেওয়ার জন্য এই জেলার মাথায় উঠল শ্রেষ্ঠত্বের শিরোপা। ৩৭,৭৫০ জন শারীরিক প্রতিবন্ধীকে এই ভাতা প্রদান করেছে নারী শিশু উন্নয়ন ত্রাণ ও জনকল্যাণ স্থায়ী সমিতি। এছাড়া প্রতিবন্ধী মানুষদের হাতে তুলে দেওয়া হয়েছে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী। তার মধ্যে যেমন রয়েছে ট্রাইসাইকেল, হুইল চেয়ার, তেমনি রয়েছে কানে শোনার যন্ত্রও। প্রতিবন্ধী মানুষদের পূনর্বাসনের লক্ষ্যে একাধিক পরিষেবা দানের জন্য কলকাতার সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ পুরস্কারের খেতাব ছিনিয়ে নিল এই উত্তর ২৪ পরগনা জেলা।
তবে এখনও পর্যন্ত যাঁরা মানবিক ভাতা পাননি, তাঁরাও যাতে এবার থেকে মানবিক ভাতা পান সেদিকেও রয়েছে প্রশাসনের ২৪ ঘণ্টা নজর।
এখন নারী শিশু উন্নয়ন ত্রাণ ও জনকল্যাণ স্থায়ী সমিতির লক্ষ্য আগামীদিনে যাতে সকল মানুষ এই মানবিক ভাতার আওতায় আসতে পারেন।
মঙ্গলবার দুপুরে উত্তর ২৪ পরগনার বারাসাতের জেলা পরিষদ ভবনে নারী শিশু উন্নয়ন ত্রাণ ও জনকল্যাণ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ রেহানা খাতুন শারীরিকভাবে অক্ষম মানুষদের সঙ্গে এভাবেই ভাগ করে নিলেন আনন্দের মুহূর্ত।
বিক্রম লাহা
উত্তর ২৪ পরগণা