Daily

পরিস্থিতি রাশ টানতে নিতে হয়েছে একাধিক সিদ্ধান্ত। কেন্দ্র রাজ্য সমন্বয়ে লকডাউন ঘোষণা হয়েছে রাজ্যে রাজ্যে। তবে গিয়ে কিছুটা ঠেকানো গেছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের গ্রাফ আজ নিম্নমুখী। সরকারের পাশাপাশি আমরা সাধারণ মানুষরা যদি আরেকটু সাবধান হতো, তবে হয়তো এতটা বাড়াবাড়ি হতো না। শহরকে মৃত্যু নগরী হতে হতো না।
পাশে থাকার আশ্বাস দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়। একা নয় স্বস্ত্রীক। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্য সরকারের বার্তা প্রচারের দায়িত্ব নিলেন দুই নোবেলজয়ী এই দম্পতি অর্থনীতিবিদ। করোনা সচেতনতার বার্তা প্রচারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তা দেন। সহযোদ্ধা হিসেবে পান স্ত্রী, নোবেলজয়ী অর্থনীতিবিদ এস্তার ডুফলোকেও।
করোনা রুখতে সবথেকে জরুরি অনুশাসন ও সচেতনতা। করোনার সচেতনতায় নানা ভিডিও ও অডিও ক্লিপস তৈরি করে বাংলায় ছড়িয়ে দেবেন তাঁরা। এই বার্তাই প্রচার করবেন স্বস্ত্রীক নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিস্তারিত কথা হয়েছে। সেইমতোই রাজ্যে সচেতনতার প্রচারে সরকারের পাশে, মানুষের পাশে দাঁড়াবেন এই দম্পতি।
ব্যুরো রিপোর্ট