Daily

নির্বাচনের আগে স্টুডেন্টদের জন্য মুখ্যমন্ত্রী যে ঐতিহাসিক ঘোষণা করেছিলেন, তা আজ ৩০ শে জুন কার্যকর হতে চলেছে। আজ বুধবার, নবান্ন থেকে নবান্ন থেকে ‘স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্প’ চালু করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
ছাত্রছাত্রীদের পড়াশুনোর যেন কোনোভাবে অসুবিধে না হয় তার জন্য ১০লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেবে এই ক্রেডিট কার্ড। কন্যাশ্রী, শিক্ষাশ্রীর পাশাপাশি স্টুডেন্টস ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা পিএইচডি, পোস্ট ডাক্টেরেট এর জন্য সুবিধা তো পাবেনই, পাশাপাশি লোন পাবেন প্রথাগত শিক্ষার বাইরে পড়াশুনো করার জন্য আর্থিক সুবিধাও। গত মঙ্গলবার এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে বলা হয়, কোনো ছাত্রছাত্রী সরকারি পরীক্ষার অর্থাৎ, আইপিএস, আইএএস, ডব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষার জন্য কোচিং সেন্টারে ভর্তি হতেও থাকছে এই ক্রেডিট কার্ডের আর্থিক সুবিধে। তারা চাকরি পাওয়ার পর সুবিধামতো ঋণ শোধ করতে পারবে।
ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এবং তাদের নিজের পায়ে দাঁড় করাতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ অতুলনীয়। রাজ্যে আর্থিক ভাবে পিছিয়ে পরিবারে, প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে এবার পৌঁছে যাবে শিক্ষার আলো। ছেলেমেয়েদের পড়াশুনো করানো নিয়ে আর চিন্তা থাকবে না, মা-বাবার।
ব্যুরো রিপোর্ট