Daily

দেবস্মিতা মণ্ডল , উত্তর 24 পরগনাঃ উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভার সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের পঞ্চবল্লী গ্রামের ঘটনা। মঙ্গলবার সকাল থেকে হাতে ফেস্টুন ব্যানার নিয়ে শতাধিক গ্রামবাসি পানীয় জলের সংকটের কারণে একদিকে রাস্তা অবরোধ , অন্যদিকে ভোট বয়কট এর ডাক দিয়েছে। গরম পড়তেই সেখানে পানীয় জলের সংকট দেখা দেয় । কয়েক কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হয়, পাশাপাশি জল কিনেও খেতে হয় ।এটা দীর্ঘদিনের সমস্যা । দুলদুলি ও হেম নগর রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা, তারা জানান, “ আমরা আজকে বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে পাশাপাশি ভোটও বয়কট করবো”। স্থানীয় সূত্রের খবর ওখানে জলের লেয়ার কম হওয়ার কারণে এই জল সংকট । এমনকি পঞ্চবল্লী গ্রামের পানীয় জলের কল গুলোও খারাপ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুক্তভোগী গ্রামবাসীরা তাই বাধ্য হয়ে এবার ভোট বয়কট ও অবরোধ শুরু করে। যতক্ষণ পর্যন্ত পানীয় জলের সমস্যা না মিটবে ততক্ষণ এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানান তারা ।