Trending

বিনা পয়সায় চাল-গম পাওয়ার দিন বোধহয় শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রী গরীর কল্যান অন্ন যোজনায় কোভিড কাল থেকে বিনা পয়সা রেশন দেওয়া চালু হয়েছিল। চার দফায় তা বাড়ানোর পর চলতি মাসে এই পরিষেবার মেয়াদ শেষ হচ্ছে। তা বাড়ানো হবে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তরের সচিব সুধাংশু পান্ডে পরিষ্কার কোনও কথা বলতে পারেননি। উল্টে তিনি ওপেন মার্কেটে চাল-গম সস্তা করে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। যেই চাল-গমের দাম কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রন করবে। পাশাপাশি গরীব পরিবারগুলোকে মাসে পাঁচ কেজি করে রেশন দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। যা ছিল সপ্তাহে।
তাহলে কী গরীবের সপ্তাহের রেশন উঠে যাচ্ছে? খাদ্য সচিব পরিষ্কার কোনও জবাব দিতে পারেননি। পরোক্ষে উঠে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।
কোভিডের সেই মারাত্মক প্রকোপ দেশে না থাকলে কেন্দ্রীয় সরকারের পক্ষে এই প্রকল্প টেনে যাওয়া কষ্টকর হচ্ছে। চাপ পড়ছে অর্থনীতির উপরে।
এখানেই শেষ নয়, বহু মানুষ এখনও বেকার। কোভিডে বহু ছোটখাটো শিল্পের দরজায় তালা ঝুলছে। এই রেশন বহু মানুষকে বাঁচিয়ে দিয়েছে সেই সময়। কিন্তু সেই দিন বোধহয় ফুরিয়ে আসছে। মাসে মোট পাঁচ কেজি খাদ্য শস্য দিয়ে একটা মানুষের পেট চলে না। সেখানে গোটা পরিবার কীভাবে চলবে?
ব্যুরো রিপোর্ট