Daily

ভাইরাসের রাক্ষুসে দাপটের কারণ হিসেবে নির্বাচন কমিশনকে আগেই দায়ি করেছিল মাদ্রাজ হাইকোর্ট। তারপরেই নির্বাচন কমিশন জানিয়ে দেয়, গণনার দিন কোনরকম বিজয় মিছিল করা যাবে না।
করোনার হাই জাম্পে যখন গোটা দেশের অবস্থা শিউরে ওঠার মত তখন ক্ষোভ উগড়ে মাদ্রাজ হাইকোর্ট জানিয়েছে, এই দায় কমিশন কর্তাদের। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তীব্র ভর্ৎসনা করে জানান, কমিশনের অফিসারদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা উচিৎ। এমনকি করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য ব্লু-প্রিন্ট জমা দেবার কথাও জানান বিচারপতি। না হলে ভোটগণনা স্থগিত করে দিতে পারে আদালত। তারপরেই নড়েচড়ে বসে কমিশন। সিদ্ধান্ত নেয়, ২ মে ভোট গণনার সময় বা তার আগে-পরে বিজয় মিছিল স্থগিত রাখার।
ব্যুরো রিপোর্ট