Daily

মাসের শেষ দিনে আর রেশন পাবেন না গ্রাহকেরা। রাজ্য সরকারের নয়া নির্দেশিকা মেনে নিয়ে স্পষ্ট জানিয়ে দিলো খাদ্য দপ্তর। জুলাই মাঃ থেকেই এই নিয়ম কার্যকরী হবে বলে জানা গিয়েছে? কিন্তু হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিল সরকার?
জানা গিয়েছে, কতজন গ্রাহক সারামাসে রেশন পেলেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য রাজ্যের খাদ্য দপ্তরের পোর্টালে আপডেট করতে হয়। মাসের শেষ দিনে তাই রেশন দেয়া বন্ধ করে, এই প্রক্রিয়াই সম্পন্ন করবে সংশ্লিষ্ট বিভাগ। এই তথ্য আবার পৌঁছতে হয় কেন্দ্রের পোর্টালে। আগের মাসের রেশনের হিসেব দেখে পরের মাসের রেশন পাঠায় কেন্দ্র।
হিসেবে গরমিল হলে মুশকিল। বাড়ে জটিলতা। গত বছর পুজোর সময় রেশন সংক্রান্ত হিসেবে ভুল থাকায় কেন্দ্র বিনামূল্যের রেশন পাঠায়নি রাজ্যে। যদিও রাজ্য বিনামূল্যে বাড়তি রেশন দেয়ার কাজ করেছিল। তাই এই ভুল যাতে আর না হয়, সেজন্য মাসের শেষ দিন রেশন বন্টন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য।
ব্যুরো রিপোর্ট