Daily

আর নয় লোডশেডিং! মুশকিল আসান করবে প্রিপেইড স্মার্ট মিটার। আর মাত্র কয়েক বছরের মধ্যেই দেশের প্রায় সর্বত্র বসতে চলেছে প্রিপেইড স্মার্ট মিটার। আগামী ২০২৫ সালের মধ্যেই গোটা দেশে ছেয়ে যাবে স্মার্ট ইলেক্ট্রিসিটি মিটার।
দেশের ১৫% অঞ্চলে বিদ্যুৎ সংকটের সমস্যা আছে আর ২৫% অঞ্চলে লোডশেডিং প্রায় রোজকার ব্যাপার। সেই সমস্ত অঞ্চলে যত দ্রুত সম্ভব এই প্রিপেইড স্মার্ট ইলেক্ট্রিসিটি মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিদ্যুৎ পরিবহন, বিদ্যুতের বিল করা, লাইসেন্স প্রভৃতির নানা বিষয় নিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিল বিদ্যুৎ বণ্টনকারী কোম্পানিগুলি। ভাটার টানে বইতে থাকা কোম্পানি গুলিকে মূলস্রোতে ফেরানোর জন্যই তাদের সাথে কথা বলে দেশ জুড়ে স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র।
প্রিপেইড স্মার্ট মিটার বসানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হরিয়ানা, দিল্লি, বিহার সহ এখনও পর্যন্ত গোটা দেশে প্রায় ২০ লক্ষ স্মার্ট মিটার বসানো হয়ে গিয়েছে। এই প্রকল্পে কেন্দ্র বিনিয়োগ করেছে ১.৫ লক্ষ কোটি টাকা। এছাড়াও রিফর্ম স্কিমের উপর ভিত্তি করে কেন্দ্রীয় সরকার ৩.০৩ লক্ষ কোটি টাকা ডিসকম স্কিমের প্রকল্পের কথা ঘোষণা করেছে এই প্রকল্পে।
ব্যুরো রিপোর্ট