Trending
Gadar 2 এর Motion পোস্টার রিলিজের পরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। হ্যাশট্যাগের ধুম উঠেছে টুইটারে। গাদারের মত Gadar 2- এর প্রযোজনায় রয়েছে Zee Studios। পরিচালনায় ফিরছেন Gadar -এর পরিচালক অনিল শর্মাই। সিনেমাটির ফাইনাল রিলিজ ডেট সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া না গেলেও ইতিমধ্যেই Gadar 2 top trending – এ চলে এসেছে। তার জন্য কি কিছুটা দায়ী, অ্যাডভোকেট আদিল আহমেদ? কারণ তিনি মনে করছেন এই সিনেমাটি মুসলমানদের ভাবাবেগে আঘাত করতে করতে পারে। যে কারণে দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টের। ফাইল করেছেন পিটিশন। দাবি করেছেন, ছবিটি ব্যান করার।
এখন Gadar 2 দর্শকমহলে কি প্রভাব ফেলে, সেটাই দেখার।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ