Daily
বি পি এন ডেস্কঃ সরকার যখন প্রচার করছে মাস্ক ইওর সেফটি, ঠিক তখনই কলকাতা মেট্রো রেল ঘোষণা করল- ‘নো মাস্ক, নো মেট্রো’।
দেশে আবার ক্রমবর্ধমান করোনা। বাংলায় ১৭ মার্চ দৈনিক সংক্রমণ পার করেছিল ৩০০। মহারাষ্ট্র, গুজরাত, কেরল, তামিলনাড়ু এবং মধ্যপ্রদেশের মত কয়েকটি রাজ্যে সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। বিভিন্ন মহল থেকে আশঙ্কা করা হচ্ছে, হয়ত আছড়ে পড়ল করোনার দ্বিতীয় ঢেউ। ইতিমধ্যে প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সারলেন একপ্রস্থ বৈঠকও।
বাংলা সহ পাঁচ রাজ্যে এখন চলছে ভোটের প্রস্তুতি। এর মধ্যে যদি করোনার প্রকোপ বাড়ে, তখন কিভাবে তার মোকাবিলা করা হবে, তা নিয়েও মাথাব্যথা রয়েছে রাজ্য সরকারগুলির। ভোটের মধ্যে অতিমারির প্রাদুর্ভাব ডেকে আনতে পারে গভীর সাংবিধানিক সংকটও।
গোটা দেশ জুড়ে যখন চিত্রটা এমনই, তখনই মেট্রো রেলের এই সিদ্ধান্ত যথেষ্ট সময়োপযোগী।
মেট্রো কর্তৃপক্ষের ব্যখ্যা, মেট্রো সফরে কেউ মাস্কের ব্যবহার ঠিকমত না করলে বা মুখে মাস্ক না থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীকে দিতে হতে পারে ৫০০ টাকা পর্যন্ত জরিমানা।
যব তক দাওয়াই নেহি, তব তক ঢিলাই নেহি। সরকারের এই বিজ্ঞাপনকে বুড়ো আঙুল দেখিয়ে মানুষ যখন মাস্ক না পরে, দূরত্ববিধি বজায় না রাখার রেওয়াজকেই রেওয়াজে পরিণত করে নিয়েছিল তখনই মেট্রো কর্তৃপক্ষের এই ঘোষণা আরও একবার উস্কে দিল সংক্রমণের ভয়ঙ্কর স্মৃতিকে।
ব্যুরো রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ