Trending

১৫মে থেকেই কি লাগু হতে চলেছে হোয়াটস অ্যাপের নতুন প্রাইভেসি পলিসি? যা নিয়ে এই বছরের শুরু থেকেই বিতর্ক দানা বাঁধতে শুরু করেছিল। যদিও বিতর্কের মধ্যেও এই পলিসি চালু করতে একরকম তৎপর হয়ে উঠেছে জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম। সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, এই পলিসি গ্রাহকদের মানতেই হবে এমন কোন কথা নেই। কিন্তু বাস্তব ছবিটা হতে পারে একেবারে অন্যরকম।
নতুন প্রাইভেসি পলিসি নিয়ে প্রথম থেকেই শুরু হয়েছিল সমালোচনা। তার বিরুদ্ধে কথা বলার জন্য হাইকোর্ট পর্যন্ত পৌঁছে যায় হোয়াটস অ্যাপ। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম দাবি করে, অন্যান্য অ্যাপ এবং ওয়েবসাইট গ্রাহকদের আরও অনেক বেশি তথ্য নিজেদের কাছে রেখে দেয়। জোম্যাটো, বিগ বাস্কেট, ওলা, ট্রুকলার এমনকি আরোগ্য সেতু অ্যাপের নাম দিয়ে হোয়াটস অ্যাপ জানায় এদের কাছে গ্রাহকদের গোপনীয় তথ্য অনেক বেশি পরিমাণে রয়েছে। সরকার তাঁদের দিকে যখন আঙুল তুলছে না তখন শুধু হোয়াটস অ্যাপ কেন?
সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, প্রাইভেসি পলিসি মানার জন্য গ্রাহকদের কোনরকম বাধ্যবাধকতা নেই। তাঁরা চাইলে এই পলিসি অস্বীকারও করতে পারেন। কিন্তু জানা গিয়েছে, ইউজার যদি এই নতুন গোপনীয়তা সংক্রান্ত নীতি না স্বীকার করে নেয় তবে অনেক ফিচার্স থেকেই বঞ্চিত থাকতে হবে গ্রাহকদের।
ব্যুরো রিপোর্ট