Market
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওপর পড়ল খাঁড়ার ঘা। বাড়ানো হচ্ছে না মহার্ঘ্য ভাতা। করোনা পরিস্থিতির জেরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থ মন্ত্রকের তরফ থেকে।
অতিমারির প্রকোপে দেশকে টেনে নিয়ে যেতে রীতিমত হিমশিম খাচ্ছে মোদী সরকার। বিভিন্ন খাতে খরচ বৃদ্ধি এতটাই হয়েছে যে অর্থ মন্ত্রককে সামলানোর জন্য অন্য দিক থেকে খরচ কমাতে হচ্ছে। তারই প্রভাব পড়ল প্রায় ৩৫ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ওপর।
অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৮ মাসের বকেয়া ডিএ মিলবে না। গত বছর ১ জানুয়ারি থেকে এই বছর ৩০ জুলাই পর্যন্ত যে ডিএ বকেয়া রয়েছে সেটা দেওয়া নিয়েও দেখা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কেন্দ্রীয় সরকারের দাবি, করোনা পরিস্থিতি যেভাবে অর্থনীতিকে কাবু করার চেষ্টা করছে তার ফলে এই সিদ্ধান্ত নিতে হয়েছে মোদী সরকারকে। তবে কর্মচারীদের আশ্বাস দেওয়া হয়েছে, পরিস্থিতি আয়ত্তে এসে গেলে, আবারও মহার্ঘ্য ভাতা দেওয়া শুরু করবে সরকার।
ব্যুরো রিপোর্ট