Daily

গোটা দেশ যখন করোনা কাঁটায় বিধ্বস্ত তখন এই দেশেরই একটি গ্রামে ভাইরাস দাঁত ফোটাতে পারেনি। তার জন্য ভারতের একমাত্র এই গ্রামটিকেই করোনা শূন্য গ্রাম বলা যায়।
গ্রামটির চারপাশ জুড়ে ছড়িয়ে রয়েছে ঘন জঙ্গল। গাঢ় সবুজের পাশাপাশি আকাশের সঙ্গে মিশে গেছে পাহাড়। মুন্নার ফরেস্টের গা ঘেঁষেই রয়েছে একটি গ্রাম, যার নাম ইড়ামালাক্কুড়ি। প্রকৃতির সঙ্গে এই গ্রামের লোকেরা কোনরকম বেইমানি করেনি। তাই প্রকৃতিও ঢেলে সাজিয়ে দিয়েছে এই গ্রামের আদিবাসীদের জীবন। কেরালার জঙ্গল ঘেরা এই গ্রামে করোনা কেন আক্রমণ করতে পারল না, তার জন্য কোন অলৌকিক কারণ খোঁজার প্রয়োজন নেই। বরং এই গ্রামের মানুষেরা যেভাবে কোভিড বিধি মেনেছেন তা এককথায় গোটা দেশের কাছেই নজির তৈরি করার জন্য যথেষ্ট।
লকডাউন নিয়ম করে মানা, বাইরের সঙ্গে যতটা সম্ভব সম্পর্ক ছিন্ন করে থেকেছেন গ্রামের মানুষগুলো। কারণ এই পার্বত্য গ্রামটিতে ফসল ফলিয়ে যা হয় তাই দিয়ে খিদে মিটে যায় গ্রামবাসীদের। নেই জলের কষ্টও। সাকুল্যে তিন হাজার মানুষের বাস এই গ্রামে। তবু মেনেছেন গ্রামার মেনে। কেউ বাইরে গেলে ফিরে এসে স্বেচ্ছায় চলে গেছেন আইসোলেশনে। তাঁরা যা করেছেন, সব নিয়ম মেনে স্বেচ্ছায়। প্রয়োজন পড়েনি মাইকিং-এর। আর সেই কারণেই করোনা শূন্য থেকেছে দেশের এই একটিমাত্র পাহাড়, জঙ্গলের ঘেরা গ্রাম- কেরালার ইড়ামালাক্কুড়ি।
ব্যুরো রিপোর্ট