Daily
বি পি এন ডেস্ক: গৃহবাসী আর খুলবে না দ্বার এই বছর। তাই খোল দ্বার খোল থেকেই যাবে সুরের মূর্ছনায়। করোনা যে শিয়রে। অন্তত চিকিৎসকরা এভাবেই সতর্ক থাকতে বলছেন রাজ্যবাসীকে। দেশ জুড়ে ফের চওড়া হচ্ছে সংক্রমণের থাবা। গত ২৪ ঘণ্টায় আমাদের রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬২ জন। এবং গোটা দেশে ৪৭,২৬২ জন।
রাজ্যের পরিস্থিতি অতটা খারাপ না হলেও সংক্রমণের গ্রাফ গ্যালোপিং। কিন্তু রাজ্যবাসীর মধ্যে আদৌ কি সেই আতঙ্কের ছবি ধরা পড়ছে? মাস্ক পরার হিড়িক তো কমেইছে, দূরত্ববিধিও কার্যত উঠেছে শিকেয়। এরই মধ্যে এসে পড়েছে রঙের উৎসব। তাই ঘরপোড়া সমাজে আবারও জমছে সিঁদুরে মেঘ। রাজ্যবাসির মধ্যে যেরকম বেপরোয়া মনোভাব চাগাড় দিয়ে উঠেছে সেখানে দোল উৎসব অনুঘটকের কাজ করবে না তো? কারণ এই উৎসবে দূরত্ব বিধি তো দূর অস্ত, রং খেলায় যদি আমজনতা মেতে ওঠে তাহলে কি আদৌ করোনার সংক্রমণকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে?
বরং নির্বুদ্ধিতার জেরে ফিরে আসতে পারে ঠিক এক বছর আগের আতঙ্কের স্মৃতি। করোনা যে শিয়রে।