Market

রিজার্ভ ব্যাঙ্কের ছয় সদস্যের এক কমিটি আগামী ৬ অক্টোবর পরবর্তী ঋণনীতি ঘোষণা করতে চলেছে। অর্থনীতিবিদরা মনে করছেন যে এই ঋণনীতি নির্ধারক কমিটি এই মুহূর্তেই দেশের সুদের হারে কোন পরিবর্তন আনবে না। অর্থাৎ এখন সুদের হার নিয়ে নতুন কোন সিদ্ধান্ত নেওয়া হবে না বলেই তাদের ধারণা।
গত বছর অর্থাৎ ২০২২ সালের মে মাস থেকে এই বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক ধাপে ধাপে সুদের হার ২.৫% থেকে বাড়িয়ে ৬.৫% তে নিয়ে গেছে। যদিও এপ্রিল মাসে যে বৈঠক হয়েছিল তখন থেকে রেপো রেট একটুও বৃদ্ধি পায় নি। আসলে জিনিসপত্রের খুচরো দরে মূল্যবৃদ্ধির হার এক ধাক্কায় অনেকটা কমেছে। মূল্যবৃদ্ধির হার যেখানে জুলাইতে ছিল ৭.৪৪% তা আগস্টে এসে ৬.৮৩% এ এসে দাঁড়িয়েছে। সব্জির দাম বেশখানিকটা কমে যাওয়ায় এই সার্বিক মূল্যবৃদ্ধি কমেছে বলে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন। আর খাদ্যপণ্যের দাম বৃদ্ধি না পেলে সুদের হার অপরিবর্তিত থাকবে বলেই ধারণা করা হচ্ছে।
পিএনবি গিল্টস লিমিটেডের এমডি এবং সিইও বিকাশ গোয়েলের মতে এই সুদের হার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় ইউএস ফেডারেল রিজার্ভের গতপ্রক্রিতির ওপরই গুরুত্ব দেবে দেশের শীর্ষ ব্যাঙ্ক।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ