Daily

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন। খোদ বেনারস হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র। এবার সেই উত্তরপ্রদেশই স্বাস্থ্য পরীক্ষার নিরিখে একেবারে খারাপ ফল করল।
নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, উত্তরপ্রদেশ রয়েছে দেশের বড় রাজ্যগুলির মধ্যে একেবারে শেষে। স্বাস্থ্যের সার্বিক পারফরম্যান্সের বিচারে। অন্যদিকে নজিরবিহীনভাবে সবচেয়ে ভালো ফল করেছে কেরল। দুয়ে রয়েছে তামিলনাড়ু এবং তৃতীয় স্থানে রয়েছে তেলেঙ্গানা।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা ভোটে বিজেপি নিজের দুর্গ রক্ষার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছে। প্রধানমন্ত্রী নিজেও ফুল মার্কস দিয়েছেন যোগী আদিত্যনাথের প্রশাসনকে। এমতাবস্থায়, স্বাস্থ্য পরিষেবায় সেই রাজ্যের যে এমন বেহাল দশা হবে তা নিঃসন্দেহে বিজেপির কপালে নতুন করে চিন্তার ভাঁজ ফেলে দেবে। সূত্রের খবর দীর্ঘ একটি বছর ধরে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে একজোট হয়ে এই রিপোর্ট তৈরি করেছে নীতি আয়োগ। কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে জম্মু কাশ্মীর এবং দিল্লির অবস্থাও একই। তবে ছোট রাজ্যগুলির মধ্যে স্বাস্থ্যের সার্বিক উন্নতিতে এগিয়ে রয়েছে মিজোরাম।
ব্যুরো রিপোর্ট