Daily

গত সপ্তাহ ধরেই ক্রমাগত পড়ে চলেছে ডলারের তুলনায় টাকার দাম। আর তারই মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দাবি, টাকার দাম নিয়ে তৈরি হওয়া বিতর্ক নতুন কিছু নয়। এবং এই বিতর্ক মিটবেও না। আমেরিকায় বৃদ্ধিপ্রাপ্ত সুদের হার প্রত্যক্ষভাবে প্রভাব ফেলেছে টাকার মূল্য কমানোর ক্ষেত্রে।
শুধু ভারতীয় মুদ্রাই নয় ডলারের সাপেক্ষে দাম কমেছে অন্যান্য দেশের মুদ্রারও। সেই সূত্রে ভারতীয় মুদ্রার দাম কমার হার অনেকটাই কম, এমনই জানালেন সীতারামন। টাকার মূল্য এতো ব্যাপকভাবে পড়ে যাওয়ার ক্ষেত্রে কেন্দ্রের পদক্ষেপ কি? এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, অর্থমন্ত্রীর দাবি, টাকার দর চূড়ান্তভাবে ওঠানামা করলে রিজার্ভ ব্যাংক সেখানে হস্তক্ষেপ করবে। টাকার উঠা নামা যাতে ব্যাপকভাবে না হয় এটাই তাদের লক্ষ্য। কিন্তু তার অর্থ এই নয় যে তারা বিনিময় মূল্য বেঁধে দেওয়ায় আগ্রহী।
অপরদিকে বাজারে জল্পনা ছড়াচ্ছে যে, চলতি উৎসবের মরশুমেই নাকি কমতে পারে পেট্রোল ও ডিজেলের দাম। এই বিষয়ে নির্মলা সীতারামনের দাবি, এক সময় তারা বিদেশ থেকে ১১০ থেকে ১২০ ডলারে অশোধিত তেল আমদানি করেছিল। সেই সূত্রে এতদিনে তাদের অতীতের ক্ষতি পূরণ হয়ে যাওয়ারই কথা।
বিজনেস প্রাইম নিউজ
জীবন হোক অর্থবহ