Daily

সরকারি সম্পত্তি বেসরকারিকরণ বিতর্কে রাহুলকে পাল্টা জবাব নির্মলার। চার বছরের জন্য সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে ৬ লক্ষ কোটি টাকা নিজের রাজকোষে ভরতে চায় কেন্দ্র। তবে কেন্দ্রের এই নীতির তীব্র বিরোধিতা করে কংগ্রেস, সিপিএম, তৃণমূল সহ দেশের বিরোধীদলগুলো। এবার বিরোধীদের বিরুদ্ধে পাল্টা জবাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
সম্প্রতি টয় ট্রেন, মেট্রো রেল, কয়েকটি বিমানবন্দর, জাতীয় সড়কের কিছু অংশ, বেসরকারিকরণের একটি তালিকা প্রকাশ করে কেন্দ্র। এই ব্যাপারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ অনেকেই আওয়াজ তোলেন। তিনি বলেন, এই পদক্ষেপের মাধ্যমে ‘বন্ধু’ শিল্পপতিদের হাতে জাতীয় সম্পত্তি তুলে দিতে চাইছেন প্রধানমন্ত্রী। রাহুলের মন্তব্যের তীব্র বিরোধিতা করে তাকে পাল্টা আক্রমণ করেন অর্থমন্ত্রী। রাহুল গান্ধী কি আদৌ মনিটাইজেশনের অর্থ বোঝেন? বলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
ইউপিএ সরকারের আমলে দেশের খনি সহ একাধিক সরকারি সম্পত্তি বেচে দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন তারা। আর এক্ষেত্রে সরকারি সম্পত্তি বিক্রি করছে না কেন্দ্র। কয়েক বছরের জন্য লিজ দিয়ে রাজস্ব আদায় করতে চায় তারা। যে সমস্ত সরকারি সম্পত্তি অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, সেগুলোই দেয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। কিছু বছর পর যা ফের কেন্দ্রের কাছে ফেরত আসবে। তবে কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে সুর ছড়িয়েছেন শীর্ষ ব্যাংকের মুখ্য অর্থনীতিবিদ কৌশিক বসুও।
ব্যুরো রিপোর্ট