Daily

লোকসভায় সংশোধনী কর আইন বিল পেশ করলেন নির্মলা। বাতিল হতে পারে রেট্রোস্পেক্টিভ কর বিধি। কর আইনে বদল আনতেই নয়া বিল আনার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
নয়া এই সংশোধিত কর বিলে তথ্য প্রযুক্তি সংক্রান্ত সংশোধনের উল্লেখ রয়েছে। প্রস্তাব রয়েছে পূর্ব প্রচলিত রেট্রোস্পেক্টিভ কর আইনের শর্ত বাতিলেরও। ২০১২ সালের সাধারণ বাজেটের প্রস্তাবে ‘রেট্রোস্পেকটিভ কর বিধি’ অনুযায়ী বাণিজ্যিক সংস্থাগুলির জন্য পুরনো লেনদেনের উপর কর দেওয়া বাধ্যতামূলক ছিল। কিন্তু ওই আইন অনুযায়ী বিদেশের মাটিতে লেনদেনের উপর কর আদায় করতে গিয়ে ভোডাফোন এবং কেয়ার্ন সংস্থার বাধার সম্মুখীন হয়। পরবর্তীতে হেগ-এর আন্তর্জাতিক মধ্যস্থতা ট্রাইবুনালে ভোডাফোন এবং কেয়ার্নের কাছে হেরে যায় কেন্দ্র।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, রেট্রোস্পেক্টিভ আইন বহাল থাকলে বিদেশি বিনিয়োগকারীরা পিছু হটতে পারেন। ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিল পরিবর্তনের বিষয়টিতে বেশি জোর দেন।
ব্যুরো রিপোর্ট