Daily
বৈজ্ঞানিক চিন্তাধারা, আবিষ্কার বা গবেষণা। কৃষকদের স্বার্থেই তুলে ধরা হচ্ছে যাবতীয় পরিশ্রমের ফসল। কিন্তু মুশকিল হচ্ছে অন্য একটি জায়গায়। এই সব গবেষণার ফসলগুলি লেখা হচ্ছে ইংলিশে। ফলে গরিব, খেটে খাওয়া প্রান্তিক কৃষকদের কাছে সেই গবেষণার ফসল গিয়ে পৌঁছচ্ছে না। স্বাভাবিকভাবেই, তারা লাভবান হচ্ছেন না। আর যে কারণে আবারও কৃষকদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে নিনফেট। কৃষকের উন্নয়ন মানেই কৃষির উন্নয়ন। তাই কৃষকদের স্বার্থে গত ১৯ সেপ্টেম্বর কলকাতায় এক দিবসীয় হিন্দি বৈজ্ঞানিক সংগোষ্ঠী সেমিনারের আয়োজন করে নিনফেট। এই সেমিনারটি অনুষ্ঠিত হয় তাঁদের নিজস্ব অডিটোরিয়ামে। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএআর ইঞ্জিনিয়ারিংয়ের ডিডিজি শ্যাম নারায়ণ ঝা। উপস্থিত ছিলেন নিনফেট কলকাতার ডাইরেক্টর ডক্টর ডি বি শাক্যয়ার, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের ডেপুটি ডাইরেক্টর বিধান দাস সহ অনেকেই।
অনলাইন এবং অফলাইন- এই দুই মাধ্যমেই বক্তারা কৃষিবিজ্ঞানের বিভিন্ন দিকগুলো তুলে ধরেন। একইসঙ্গে তাঁদের বক্তব্যে ধরা পড়ে, হিন্দির কথা। হিন্দি যেহেতু ভারতের রাষ্ট্রভাষা এবং চল্লিশ শতাংশ মানুষ হিন্দিতেই কথা বলে থাকেন, তাই এই ভাষার গুরুত্ব কৃষিক্ষেত্রে অনেকটাই বলে জানিয়েছেন উপস্থিত সুধীগণ।
তবে এই সেমিনারে মুখ্য উদ্দ্যেশ্য নিয়ে বিস্তৃত আলোচনা হলেও নিনফেট পরিবেশ এবং মানুষের স্বার্থে আর কি কি পদক্ষেপ নিতে চলেছে, সেই বিষয়ে জানতে চান বিজনেস প্রাইম নিউজের প্রতিনিধি। তার মধ্যে অন্যতম প্লাস্টিক দূষণ। অর্থাৎ প্লাস্টিকের বিকল্প কি হতে পারে? যা পরিবেশে কোনরকম ক্ষতির মুখোমুখি ফেলবে না। এই বিষয়ে দারুণ একটি জবাব দিলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের ডেপুটি ডাইরেক্টর বিধান দাস।
প্লাস্টিকের বিকল্প বের করার জন্য কেন্দ্রীয় সরকার গবেষণার নির্দেশ দিয়েছে। তেমনি অন্যদিকে আবার দূষণমুক্ত ইট তৈরির দিকেও নজর দিয়েছে তারা। পরিবেশবান্ধব এই ইট কিভাবে তৈরি হল আর কবেই বা সেটা বাজারজাত হতে পারে? এই নিয়ে বিস্তারিত বললেন ডক্টর আর কে ঘোষ।
তবে যত যাই হোক। হিন্দি ভাষার গুরুত্ব বুঝতে পারলে এবং বোঝাতে পারলে কৃষকদের উন্নয়নের বাধা যে অনেকটাই কেটে যাবে এই বিষয়ে স্পষ্ট জানান ডক্টর লক্ষীনারায়ণ নায়েক। একইসঙ্গে সেদিনের অনুষ্ঠানটির সঞ্চালনাও করেন তিনি। তাই কৃষকদের কাছে পৌঁছনোর জন্য নিনফেটের প্রচেষ্টা কি থাকবে?
একইসঙ্গে তিনি নিনফেটের এই একের পর এক প্রচেষ্টাকে ছড়িয়ে দিতে চান জনসাধারণের মধ্যে। তার জন্য বিজনেস প্রাইম নিউজকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। কি বললেন, শুনে নেওয়া যাক।
কৃষিবিজ্ঞানের বিভিন্ন দিক আজ প্রকাশিত এবং বিকশিত। যা কৃষি বিজ্ঞানের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কিন্তু সেটা তখনই হবে যখন কৃষিবিজ্ঞান ও উদ্ভাবিত প্রযুক্তি গুলি অতি সহজ সরল কৃষকের নিজস্ব ভাষায় কৃষকের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। আর এই কাজেই আপাতত ব্যস্ত রয়েছে নিনফেট।
সুব্রত সরকার
বিজনেস প্রাইম নিউজ