Story
পথ চলা শুরু ১৯৩৭ সালে। দেখতে দেখতে সাফল্যের সঙ্গে পেরিয়ে গেল ৮৩টা বছর। গত ৩ জানুয়ারি ৮৪-তে পা দিল নিনফেট বা ন্যাশনাল ইন্সটিটিউট অফ ন্যাচারাল ফাইবার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। প্রথামত প্রতিষ্ঠা দিবস পালিত হল প্রদীপ জ্বালিয়ে, কেক কেটে, নিনফেট কলকাতার ক্যাম্পাস সাজিয়ে। একেবারে রাজকীয়ভাবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন নিনফেট কলকাতার অধিকর্তা ডি বি শাক্যওয়ার। অনুষ্ঠানে তিনি তুলে ধরেন নিনফেটের যাবতীয় কর্মকাণ্ড, সাফল্য এবং ভবিষ্যতের রূপরেখা। একইসঙ্গে বিজনেস প্রাইম নিউজকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে তিনি জানান, নিনফেট কী করেছে। আর আগামী দিনগুলোয় নিনফেট কী করতে চাইছে।
প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নিনফেটের বিভিন্ন বিভাগে গবেষণা এবং প্রাকৃতিক তন্তু দ্বারা উৎপাদিত সামগ্রী এবং উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রাদিও প্রদর্শিত হয়। যার বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞানীরা তুলে ধরেন সকলের সামনে। এছাড়াও প্রতিষ্ঠা দিবসে নিনফেট তিনজন কৃষককে পুরস্কৃত করে। তারা হলেন উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার কৃষক প্রদীপ বিশ্বাস, হুগলির বলাগরের কৃষক সুশীল মন্ডল এবং মুর্শিদাবাদ জেলার রিহাদ আলী। এরা প্রত্যেকেই নিনফেট সাথী পাট পচানোর পাউডার ব্যবহার করে সর্বোচ্চ মানের পাট উৎপাদন করতে সক্ষম হন এবং আর্থিকভাবে লাভবান হন।
পাট চাষ করে কৃষকরা যাতে আর্থিকভাবে লাভবান হতে পারেন সেদিকেও নজর রেখে আসছে নিনফেট। নিনফেটের এই সাফল্যের জন্য উপকৃত হয়েছেন বাংলার ৩ হাজার চাষি।
সেদিনের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইসিএআর নিউ দিল্লির জেনারেল প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা এবং কৃষি প্রযুক্তির ডেপুটি ডিরেক্টর ড. এস কে চৌধুরী। তিনি সমাজের বুনিয়াদি উন্নয়নের জন্য প্রাকৃতিক তন্তুর সুযোগ তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন ড. এস এন ঝা, এডিজি প্রসেস ইঞ্জিনিয়ারিং আইসিএআর। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে অনলাইনে বক্তব্য রাখেন গৌরাঙ্গ কর অধিকর্তা, ক্রাইজাফ, বারাকপুর সহ অন্যান্য অতিথিবৃন্দ। নিনফেট সাথীর প্রযুক্তিবিদ ড. ডি পি রায়ও কৃষকদের উৎসাহিত করেন।
সুব্রত সরকার
কলকাতা