Story
পাট পাতার চা শরীরের জন্য কতটা উপকারী সেটা কী আগে জানা ছিল আপনাদের? অথবা ধরুন শালপাতা বা থারমকলের থালার বাইরে কলা পাতার তন্তু দিয়েও যে প্লেট তৈরি করে ব্যবসা করা যায় বা ব্যবহার করা যায়- সে বিষয়ে জানতেন? আজকাল রাস্তার ফুটপাথ তৈরিতে যে ধানের তুশ থেকে তৈরি টাইলস ব্যবহার করা হচ্ছে-সেটাই বা ক’জন জানে বলুন? মাটি পুড়িয়ে নয়। আজকাল বাড়ি তৈরির ইট ব্যবহার করা হচ্ছে সেই প্রাকৃতিক তন্তু ব্যবহার করেই। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ন্যাচারাল ফাইবার ইন্ডাস্ট্রির মার্কেটটা যে কতটা বড়ো- তার একটা ছোট্ট ঝলক ছিল আইসিএআর-নিনফেটের ৮৬ তম প্রতিষ্ঠা দিবসে।
দূষণ রুখতে বদ্ধপরিকর তারা। সুতরাং, প্লাস্টিক ব্যবহার বন্ধ করতেই হবে। তাই যেন তেন প্রকারেণ প্রাকৃতিক তন্তুকে বাজারে আনা প্রয়োজন। মানুষের মধ্যে প্রাকৃতিক তন্তু ব্যবহারের অভ্যাস তৈরি করাটা প্রয়োজন। তাই এত যাকযজ্ঞ। মহাসম্মেলন। আইসিএআর-নিনফেটের ৮৬ তম জন্মদিনে ছিল আগামীর জন্য একগুচ্ছ পরিকল্পনা।
৮৬ বছর ধরে সে এক যুদ্ধ চলেছে। স্টিরিওটাইপ ভাবনা-চিন্তা ভেঙে নতুন কিছু এস্টাব্লিশ করা, এই সমাজে যে ঠিক কতটা কঠিন- সেটা বোধ হয় আপনারা যারা উদ্যোগপতি রয়েছেন, তাদের সকলেরই জানা। তবে, এই অন্যরকম যুদ্ধজয়ের আনন্দ একেবারে আলাদা। নিনফেটের সঙ্গে এই একইরকম যুদ্ধে সামিল হয়েছিল যারা এবং গ্রাম বাংলার প্রত্যন্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল যারা- তাদের সঙ্গে কথা বলব।
আজ প্রায় শতাধিক মেম্বার নিয়েই এগিয়ে চলেছে আইসিএআর নিনফেট। যার ছাতার তলায় রয়েছেন প্রচুর উদ্যোগপতিরাও। কথা বলব সেইরকমই কিছু উদ্যোগপতিদের সঙ্গে, যারা নিনফেটের সাহায্যে ট্রেনিং পেয়ে একেবারে ছকভাঙ্গা ব্যবসা করছেন দাপটের সঙ্গে।
জেলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে সম্ভাবনাময় কৃষক বা উদ্যোগপতিদের ট্রেনিং দিয়ে সকলের সামনে তুলে ধরা থেকে শুরু করে, নিনফেট সাথী-র মতো যুগান্তকারী আবিষ্কারকে পাট চাষিদের কাছে পৌঁছে দেওয়া। সবটাই যেন এক গল্পগাথা। পাট চাষ বিমুখ চাষিদের আবারও চাষে ফেরত নিয়ে আসা, পরিবেশের ক্ষতি না করে প্রাকৃতিক তন্তুর ব্যবহারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া- এই সবটার পিছনেই রয়েছে নিনফেটের গুণীজনদের অক্লান্ত পরিশ্রম।
এর পাশাপাশি স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে শক্তপোক্ত করতেও স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে কাজ করছে আইসিএআর নিনফেট। কৃষকদের পাশে দাঁড়ান এবং মহিলাদের স্বনির্ভর করার কথা বিজনেস প্রাইম নিউজকে জানালেন কৃষি বিজ্ঞান কেন্দ্রের কর্মকর্তারা।
ছিল কৃষক মেলার আয়োজন। ছিল উদ্যোগপতিদের জন্য ঢালাও ব্যবস্থাপনা। ছিল আগামী প্রজন্মের জন্য প্রদর্শনীক্ষেত্র। স্কুলের গণ্ডি পেরোনোর সাথে সাথেই তাদের মধ্যে যেন এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট ডেভেলপ করে তাই জন্য নিনফেটের এই ফাউন্ডেশন ডে- তে ছিল এলাহী আয়োজন। সব মিলিয়ে নিনফেটের ৮৬ তম প্রতিষ্ঠা দিবসে থাকলো একগুচ্ছ ভবিষ্যৎ পরিকল্পনা।
সুব্রত সরকার
কোলকাতা