Daily

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জুট জিওটেক্সটাইলের ব্যবহার। এই পদ্ধতির মাধ্যমে এখন আর শুধু পরিবেশবান্ধব বস্তা নয়। উন্নত কারিগরি প্রযুক্তি আজ তৈরি করছে আধুনিক মানের বস্ত্র। এমনকি জুট জিওটেক্সটাইলের দ্বারা নির্মিত চাদর এখন উন্নত মানের রাস্তা নির্মাণে ব্যবহার করা হচ্ছে। এমনকি এই চাদর সমুদ্র এবং নদীর তীরবর্তী ভাঙন রোধে কাজে লাগছে। শুধু তাই নয়। এই জুট জিওটেক্সটাইলের চাদর এখন মরুভূমিতে সবুজের সন্ধান দিতেও সক্ষম। কিন্তু প্রযুক্তি তো এখানেও থেমে নেই। তাই অন্যান্য ন্যাচারাল ফাইবারের মিশ্রণে কিভাবে জুট টেক্সটাইলকে আরো উন্নত করা যায় এবং টেকসই করা যায় একইসঙ্গে কিভাবে জুট ইন্ডাস্ট্রিজের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়া সম্ভব, সেই নিয়েই নিনফেটের কলকাতায় বসল এক আলোচনা সভা।
এই আলোচনা সভার মূল উদ্যোক্তা আই সি এ আর, নিনফেট কলকাতা, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্স, নিউ দিল্লি, ন্যাশনাল জুট বোর্ড কলকাতা।
সুব্রত সরকার
কলকাতা